• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেফমুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ১ম ডিন ড. সুশান্ত

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ২১:১৭
অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য
বিজ্ঞান অনুষদের প্রথম ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার (ছবি : সংগৃহীত)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বিজ্ঞান অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য।

রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ২৩ (৫) ধারা অনুযায়ী গণিত বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হল। পরবর্তী আদেশ দেওয়া না পর্যন্ত তিনি বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

ড. সুশান্ত কুমার ভট্টাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যাপনা থেকে অবসর উত্তর ছুটিতে (পি.আর.এল) গেছেন। এর আগে তিনি দেশ ও বিদেশে সফলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি বশেফমুবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন অনুষদ ও বিভাগের মধ্যে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড