• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবির চলো পাল্টাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  নোবিপ্রবি প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ১৯:৩২
শীতবস্ত্র বিতরণ
চলো পাল্টাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ (ছবি : সংগৃহীত)

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. দিদার উল আলম, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দিন, ড. আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান, সংগঠনটির উপদেষ্টা ড. ফিরোজ আহমেদ, শাহরিয়ার কবির শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. মো দিদার উল আলম বলেন, ‘শীতের দিনে বিভিন্ন স্থানে বস্ত্রহীন মানুষদের দেখা-শোনা করার মানুষের খুবই অভাব। পড়াশোনার পাশাপাশি একতাবদ্ধ ও সুসংগঠিত হয়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।’ এছাড়া সংগঠনটির সফলতা কামনা করেন উপদেষ্টা ড. ফিরোজ আহমেদ।

সংগঠনের সভাপতি এস কে ফয়সাল আহমেদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংগঠনটির সদস্যরা জানান, বর্তমানে তারা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ এলাকার অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। আগামীতে তারা নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত রেলপথের আশপাশের অসহায়দের মাঝে এবং লক্ষ্মীপুরের আলেকজান্ডার ও ফিরোজপুরের কিছু স্থানে শীতবস্ত্র বিতরণ করবেন।

ওডি/এমআরকে/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড