• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেকৃবিতে নবীন বরণ

  শেকৃবি প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২০, ২০:৩৯
শেকৃবি
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন অতিথিরা (ছবি : সংগৃহীত)

নানা আয়োজনের মধ্যে দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘কৃষিবিদদের কল্যাণে বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। বরং পর্যাপ্ত ফসল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্যশস্য রপ্তানি করছি। কৃষিতে বাংলাদেশের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না।’

উপাচার্য তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শেরেবাংলা এ কে ফজলুল হকের উত্তরসূরি আখ্যা দিয়ে শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হওয়ার দিকনির্দেশনা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানান।

আরও পড়ুন : গবিসাস সভাপতি রনি খাঁ, সম্পাদক রোকন

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে তাদের সবগুলো বিভাগ ঘুরিয়ে দেখানো হয়।

উল্লেখ্য, আগামী সোমবার (১৩ জানুয়ারি) থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড