• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  কুবি প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২০, ১৭:৪২
কুবি
আলোচনা সভায় বক্তব্য রাখছেন কুবি উপাচার্য (ছবি : সংগৃহীত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, প্রধান আলোচক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ চন্দ্র সিংহ রায়, বিশেষ অতিথি হিসেবে কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ ক্ষেত্রে কোনো আপস নাই। সময় স্বল্পতার কারণে তিনি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি করে যেতে পারেননি। পরবর্তীকালে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক সুভাষ চন্দ্র সিংহ রায় বলেন, ‘২০০৪ সালে বিবিসি একটি জরিপ চালিয়েছিল। এতে ৩ কোটি মানুষ অংশগ্রহণ করে, এর মধ্যে ২ কোটি ৬০ লাখ মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ভোট দিয়ে তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত করে।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ শিক্ষার্থী

তিনি আরও বলেন, ‘আমি একটি প্রোগ্রামে ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আমার হাতে বঙ্গবন্ধুর একটি ছবি দেখে ফিদেল ক্যাস্ত্রো চোখের পানি ধরে রাখতে পারেননি।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড