• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সান্ধ্যকোর্স বন্ধে সাদ্দামের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  ঢাবি প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২০, ২৩:৪২
সান্ধ্যকোর্স
ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন (ছবি : সংগৃহীত)

গত ১১ ডিসেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া উপাচার্যদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন গ্রহণ; নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণসহ ১৩ দফা নির্দেশনা দিয়েছে ইউজিসি।

তবে ইউজিসির নির্দেশের ১ মাস পরেও ঢাবিতে চলছে সান্ধ্যকালীন কোর্স। দ্রুত সময়ের মধ্যে এই কোর্স বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

তিনি বলেন, সান্ধ্যকোর্স বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে বিঘ্ন ঘটাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সান্ধ্যকোর্স বাতিলের জন্য আমরা বার বার কথা বলেছি প্রশাসনের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি ৫২তম সমাবর্তনেও সান্ধ্যকোর্স বন্ধের জন্য অনুরোধ জানিয়েছেন। এমনকি ইউজিসির নির্দেশনার পরেও চলছে সান্ধ্য কোর্স, যা দুঃখজনক।

সাদ্দাম আরও বলেন, আমরা আর বেশি সময় অপেক্ষা করব না। দ্রুততম সময়ের মধ্যে সান্ধ্যকোর্স বন্ধ না করা হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব। বিশ্ববিদ্যালয়কে সান্ধ্যকোর্স অবশ্যই বন্ধ করতে হবে।

৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন (ইভিনিং) কোর্সের বিষয়ে রাষ্ট্রপতির কঠোর সমালোচনার দুদিন পর এই নির্দেশনা জারি করে ইউজিসি। তার দুদিন পরে (১১ ডিসেম্বর,২০১৯) দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনার চিঠি পাঠানো হয়। এছাড়া প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করা হয়।

ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সান্ধ্য কোর্স পরিচালনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বিধায় এসব কোর্স বন্ধ হওয়া দরকার।

চিঠিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে উপাচার্যরা নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য প্রতিপালন করে যাচ্ছেন। তবুও নানা কারণে কোনো কোনো ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণে শিথিলতা দেখা যাচ্ছে। এসব কারণে উচ্চশিক্ষা প্রশাসনে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, যা কাম্য নয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ, বিভাগ, প্রোগ্রাম ও ইনস্টিটিউট খোলা এবং নতুন পদ সৃষ্টি বা বিলুপ্তির ক্ষেত্রে কমিশনের পূর্বানুমোদন নেওয়া প্রয়োজন। কিন্তু ইউজিসি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কমিশনের অনুমোদন ছাড়াই নতুন বিভাগ, প্রোগ্রাম ও ইনস্টিটিউট খুলে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা বাঞ্ছনীয় নয়।

সরকারি ‘আর্থিক বিধিমালা’ অনুযায়ী আর্থিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহ প্রয়োজনে কমিশনের পরামর্শ নিতে পারে।

এছাড়া দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে সার্বিক সহযোগিতা প্রদানে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউজিসি।

আরও পড়ুন : ঢাবি থেকে কুর্মিটোলা অভিমুখে ধর্ষণবিরোধী গণপদযাত্রা

১১ ডিসেম্বর ইউজিসির চিঠি পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আমি সান্ধ্য কোর্স সমর্থন করি না। এটি বাদ দেওয়ার জন্য আমি সর্ব প্রথম উদ্যোগ গ্রহণ করি। ২০১৯ সালের মে মাসে সান্ধ্য কোর্স বন্ধের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে সান্ধ্য কোর্সের ফলে নানা অনিয়ম, বিশৃঙ্খলাসহ নানা ধরনের সমস্যা উঠে এসেছে। দ্রুত সময়ের মধ্যে সান্ধ্য কোর্স বাতিল করা হবে।

উপাচার্যের এই বক্তব্যের পরেও নিয়মিত চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সে ভর্তি কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে সান্ধ্য কোর্স বন্ধ না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে কঠোর ছাত্র আন্দোলন করা হবে বলে জানিয়েছেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড