• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

  চীন প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২০, ২৩:০৫
চীন
নিহত বাংলাদেশি শিক্ষার্থী তুরাগ (ছবি : সংগৃহীত)

চীনের জিয়াংসু প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে। অটোবাইকে ছাত্রাবাসে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর নাম তুরাগ চৌধুরী ওরফে রিক (২০)। তিনি চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে অধ্যয়নরত ছিলেন। তুরাগের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।

কলেজে অধ্যয়নরত তুরাগের বন্ধুদের মাধ্যমে জানা যায়, তুরাগ তিন বছর ধরে চীনের চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছিলো। সে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরিও করতো। মঙ্গলবার ভোর ৪টায় সে কাজ শেষে ছাত্রাবাসে ফিরছিল। পথে তাকে বহনকারী অটোবাইকটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল পর্যন্ত তুরাগের মৃতদেহ রাস্তাতেই পড়ে ছিল।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে অল্পদিনের মধ্যেই মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

এদিকে, একমাত্র সন্তানের মৃত্যুর খবর পেয়ে তার মা তানিয়া আক্তার তিথির আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড