• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিইউবি ফুড ক্লাব ও বিআইআইডির সমঝোতা চুক্তি

  জিইউবি প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২০, ১২:৫৭
জিইউবি
জিইউবি ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব ও বিআইআইডির সমঝোতা চুক্তি ( ছবি : সংগৃহীত)

জিইউবি ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভলপমেন্ট (বিআইআইডি) ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিআইআইডি ফাউন্ডেশনের সিইও শহীদ উদ্দিন আকবর ও জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সমঝোতা চুক্তির মাধ্যমে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র সংগঠন জিইউবি ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব ও বিআইআইডি ফাউন্ডেশন একসাথে খাদ্য ও পুষ্টি নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দীন, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, মোহাম্মদ মাসুদ আলম, ফুড সেফটি সায়েন্টিস্ট -ন্যাশনাল কনসালটেন্ট, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), মুহাম্মদ ইমরানুল হক (ডেপুটি ম্যানেজার), এজি এগ্রো ফুডস এবং জিইউব ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি রবিউল আলম রনি ও সাধারণ সম্পাদক মো. সজীব হোসাইন ও অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

ওডি/এসএমএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড