• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিবিসি সাভার ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

  জিবিসি প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯
সরকারি বাঙলা কলেজ
নতুন কমিটির দুই প্রধান (ছবি : সংগৃহীত)

মিরপুরের সরকারি বাঙলা কলেজে (জিবিসি) সাভার ছাত্রকল্যাণ পরিষদের ৬৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিয়ান রিদয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি স্বাধীন, সাইফ হোসেন আবির, ইয়াকুব আহমেদ, জান্নাতুত তাহিরা, মুস্তাক হোসেন বিজয়, সাইফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু আহম্মেদ টিটু, আরিফ ফারহান খান, কাসফিয়া নিশি, সাদিকুর রহমান, ইমদাদুল হক মিলন ও অমিত হাসান অমি, সাংগঠনিক সম্পাদক পদে ইব্রাহিম হোসেন বাবু, রাসেল, মো. সুমন রিয়াজ, শান্ত খান, তানভীর মেহেদী, আবিদ বাবু ও আমিনুর রহমান।

উপদেষ্টা হিসেবে আছেন- কাউসার মাহমুদ রাহুল, মুহাম্মদুল্লাহ শাহিন ও মো. মাহমুদুল হাসান।

সভাপতি শামসুর রহমান সুমন বলেন, ‘সাভার থেকে আগত শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতা প্রদানে নিজেকে নিয়োজিত রাখব। আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব-ঐক্য গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি যেমন খেলাধুলা, ডিবেট, নবীন বরণ, প্রবীণ বিদায় এবং ক্যারিয়ার বিষয়ক কর্মশালার আয়োজন করবো। আমরা এখানে সবাই একটি পরিবার। পরিবারের সদস্য হিসেবে আগামী দিনগুলোতে আন্তরিকতার সাথে কাজ করতে চাই। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছি।’

নতুন কমিটির সাধারণ সম্পাদক আরেফিন রিদয় বলেন, ‘সাভার উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, বাঙলা কলেজ একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। সাভার থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে সদা পাশে থাকবে এ সংগঠনের সদস্যরা। সাভারের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধনে আমরা কাজ করবো। আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড