• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রলীগকে চাঁদা না দেওয়ায় স্কুলের নির্মাণ কাজ বন্ধ!

শেখ রাসেল মডেল স্কুল

  রাবি প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে নির্মাণাধীন শেখ রাসেল মডেল স্কুল ভবনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগের দুই নেতা নির্মাণ কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন ভবন নির্মাণের তত্ত্বাবধানকারী মমতাজ উদ্দীন ডন। তার অভিযোগ ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ রাখতে হুমকি দিয়েছে ছাত্রলীগ।

নির্মাণ কাজের তত্ত্বাবধানকারী মমতাজ উদ্দীন ডন বলেন, ‘বিদ্যালয়টির নির্মাণ কাজ শুরুর দিকে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বেশ কয়েকজন নেতা এসে জিজ্ঞেস করে কার অনুমতিতে কাজ শুরু করেছি। এক পর্যায়ে তারা আমার কাছে ৩০ লাখ টাকা দাবি করে; টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এর পর থেকে বিভিন্ন সময় ছাত্রলীগের নেতারা টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।’

তিনি আরও বলেন, ‘আজ (রবিবার) দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত কুমার বৃত্ত ও আরেকজন ছাত্রলীগ নেতা এসে কাজ বন্ধ রাখতে বলে। এ সময় তারা আশরাফুল ইসলাম নামের আমাদের এক ম্যানেজারকে তুলে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেয়।’

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ৫ জুলাই স্কুলটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর নির্মাণ ব্যয় ধরা হয় ১০ কোটি ৫৯ লাখ টাকা। মেসার্স শিকদার কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ পায়। আগস্টের প্রথম সপ্তাহেই এর নির্মাণ কাজ শুরু হয়।

রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, নির্মাণ কাজ বন্ধ করে শ্রমিকরা বসে আছে। তাদের কাজ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতাদের ভয়ে বন্ধ রেখেছে বলে অভিযোগ করে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজার আশরাফুল ইসলাম বলেন, ‘দুপুরে আমাকে ধরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের পেছনে নিয়ে যায় ছাত্রলীগের নেতারা। এরপর তারা বিষয়টি দ্রুত মীমাংসা করার কথা বলে ছেড়ে দেন।’ সেখানে ছাত্রলীগ নেতা বৃত্ত এবং আরও কয়েকজন ছিল বলে অভিযোগ করেন তিনি। তবে তাদের নাম বলতে পারেননি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত কুমার বৃত্ত বলেন, ‘এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি সেখানে যাই-ই নি; তাছাড়া যে অভিযোগ করেছে তাকে আমি চিনিই না।’

অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ছাত্রলীগ কেন কাজ বন্ধ করবে?’

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে কিছুই জানি না। তারা ছাত্রলীগকে বিতর্কিত করতে এমন ষড়যন্ত্র করছে।’

অভিযোগের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পর্কে কেউ কিছু আমাকে জানায়নি। যদি তারা এমনটি করে তবে অবশ্যই সেটি গর্হিত কাজ করেছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড