• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবিতে ইউএন উইমেনের ক্যাম্পেইন

  কুবি প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৯, ২২:২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ইউএন উইমেনের ক্যাম্পেইন (ছবি : সংগৃহীত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন উইমেনের উদ্যোগে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা, প্রদর্শনী বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার মাধ্যমে প্রজন্ম সমতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইনের শুরু হয়।

নৃবিজ্ঞান বিভাগের রিকি, ইংরেজি বিভাগের আনিকা তাহসীন রাফা এবং ইউএন উইমেনের নুবাইরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন- ইউএন উইমেনের প্রোগ্রাম স্পেশালিষ্ট জুয়েলিয়া প্যালোসি, নারীপক্ষের সমন্বয়ক তামান্না খান, অস্ট্রেলিয়ার আইনজীবী ভিক্টোরিয়া, ইউএন উইমেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, ফোকাল পয়েন্ট ড. তাসনিমা আক্তার, ফার্মেসি বিভাগের প্রভাষক মানতাশা তাবাসসুম এবং প্রশাসনিক কর্মকর্তা নুসরাত জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সমাজে যারা এগিয়ে যেতে চায় তাদেরকে একদল নিচে নামানোর জন্য তৈরি হয়ে থাকে। ন্যাচারালি পুরুষের শক্তি নারীদের চেয়ে বেশি। আর সেটাকে কাজে লাগিয়ে অনেক পুরুষ নারীদের ওপর নিপীড়ন করছে। আমাদেরকে যৌন নিপীড়নের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।’

জুয়েলিয়া বলেন, ‘আমরা ১৬ দিনের প্রজন্ম সমতা বিষয়ক ক্যাম্পেইন করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক নারীই নিপীড়নের শিকার হচ্ছে। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

নারীপক্ষের সমন্বয়ক তামান্না খান বলেন, ‘রাষ্ট্রে এবং সমাজে নারীরা নিরাপদ নয়। আমরা যতই মুখে বলি যে আমরা প্রগতিশীল হচ্ছি, আসলেই কি আমরা প্রগতিশীল হচ্ছি? পরিবারেও ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। মুখ ফুটে নারীরা বলতেও পারেনা। নির্যাতনের কথা বললেও সমাজে তাদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড