• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজ অধ্যক্ষ

‘স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’

  ডিসি প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:০২
ঢাকা কলেজ
শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদাররা অন্যায়ভাবে এ দেশের সাধারণ মানুষকে হত্যা করে দেশকে তাদের বশীভূত করতে চেয়েছিল। নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। কিন্তু দেশের সাধারণ মানুষ তা বাস্তবায়িত হতে দেয়নি। যেমনি ভাবে ১৯৭১ সালে সকলের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছিল তেমনি এখনো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো প্রকার অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

আলোচনা অনুষ্ঠানে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, ‘১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়। ডিসেম্বরে এসে নিজেদের পরাজয় অনিবার্য জেনে পাকিস্তানি দখলদাররা বাংলাদেশকে মেধা শূন্য করার গোপন নীল নকশা গ্রহণ করে। আর সেই নীল নকশা বাস্তবায়নেই দেশের সূর্য সন্তানদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গভীর শ্রদ্ধার সঙ্গে সেই সকল শহীদদের স্মরণ করছি।’

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস সিকদার, ঢাকা কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ প্রমুখ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড