• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন তিন শর্ট ফিল্ম সাগরকে উৎসর্গ করলেন আদর

  বুটেক্স প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, ২২:২৫
বুটেক্স
তিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ছবি : সংগৃহীত)

২০২০ সালের শুরুতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী আদর মির্জার রচনায় তিনটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র (শর্ট ফিল্ম) মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রগুলো হলো- ‘সত্যের আড়ালে’, ‘দোষ কার?’ ও ‘ঢাকা মেট্রো-ল’।

সমাজের নানান অসঙ্গতি নিয়ে এ চলচ্চিত্রগুলো রচিত। তিনটি কাজই বুটেক্সের ৪৩তম ব্যাচের প্রয়াত ছাত্র সজীবুর রহমান সাগরকে উৎসর্গ করেছেন আদর। দৈনিক অধিকারের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি।

আদর বলেন, ‘২৭ নভেম্বর সকাল ছয়টা থেকে শুটিং শুরু করি আমরা। ওইদিনই সবগুলো শর্ট ফিল্মের কাজ শেষ করার পরিকল্পনা করি। কিন্ত ২য় গল্পটার কাজ শুরু করার আগেই সাগর ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে। যেহেতু কাজের সঙ্গে বুটেক্সের আমরা ৪ জন সরাসরি যুক্ত। তাই, সাগর ভাইকেই আমাদের এ শর্ট ফিল্মগুলো উৎসর্গ করার সিদ্ধান্ত নিই।’

প্রয়াত শিক্ষার্থী সজীবুর রহমান সাগর (ছবি : সম্পাদিত)

তবে, মানসিকভাবে ভেঙে পড়লেও পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ চালিয়ে গেছেন তারা। এ ব্যাপারে আদর মির্জা বলেন, ‘সাগর ভাইয়ের সংবাদে আমরা ভেঙে পড়ি। তবে, দায়িত্ববোধ থেকে কাজ শেষ করার জন্য অন্যান্য সহকর্মীর কাছে কাজ হ্যান্ড ওভার করি। তারা ওইদিনই তিনটি গল্পের শুটিং শেষ করে।’

এ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন কয়েকজন জনপ্রিয় টিভি অভিনেতাসহ ১৪ জন অভিনেতা ও অভিনেত্রী। আগামী মাসেই অনলাইন মাধ্যম ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলচ্চিত্রগুলো প্রচারিত হবে।

এগুলোর প্রযোজনায় ছিলেন মডেল ও অভিনেতা অন্তু করিম। আদর মির্জার সঙ্গে শর্ট ফিল্ম নিয়ে কাজ করার ব্যাপারে অন্ত করিম বলেন, ‘আমার প্রোডাকশন হাউজ কিংবা শর্ট ফিল্মে কাজ করার কারণ হচ্ছে, আমি আসলে চাচ্ছিলাম যেন দেশের ট্যালেন্টগুলো বেরিয়ে আসে। অনেক সময় দেখা যায় যথাযথ সাপোর্টের অভাবে অনেক ট্যালেন্ট হারিয়ে যায়। তাই আমি চাচ্ছিলাম, যারা উঠে আসছে তাদের আমার সাধ্যমতো সহযোগিতা করতে।’

কলকাতায় মিউজিক কম্পোজসহ বর্তমানে চলচ্চিত্রগুলোর কালার গ্রেডিং ও ডাবিং চলছে। কিছুদিনের মধ্যেই তিনটির জন্যই একই ট্রেইলার বের হওয়ার কথা রয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড