• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে হাল্ট প্রাইজের কর্মশালা

  ক্যাম্পাস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৪
জাবি
অতিথিকে সম্মানসূচক ক্রেস্ট তুলে দিচ্ছেন ক্যাম্পাস ডিরেক্টর (ছবি : দৈনিক অধিকার))

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাল্ট প্রাইজের উদ্ভাবন উপস্থাপন নিয়ে ‘পিচ ইউর আইডিয়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২৩১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

এতে অংশ নেন সংগঠকসহ জাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী।

কর্মশালায় প্রথমে বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের সাবেক ক্যাম্পাস ডিরেক্টর মিনহাজুল আবেদিন। তিনি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে তার অভিজ্ঞতা অনুজদের সঙ্গে আলোচনা করেন।

তিনি জানান, ‘এই ধারাবাহিকতা হলো গত বছরের বিজয়ীদের সাফল্যের মূল চাবিকাঠি।’ এছাড়া যে কোনো প্রতিযোগিতায় সফল হতে হলে কাজের প্রতি আসক্তি থাকা জরুরি বলে জানান তিনি। এর পরে সেফহুইল সহপ্রতিষ্ঠাতা এবং ব্যবসায় উন্নয়ন বিভাগীয় প্রধান ফয়সাল ইসলাম বক্তব্য প্রদান করেন।

ছবি

‘পিচ ইউর আইডিয়া’ শীর্ষক কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

এছাড়া কর্মশালায় সেফহুইলের আরও একজন সদস্য হিসেবে মাজহার ইসলাম উপস্থিত ছিলেন। এই কর্মশালায় অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক অধিকার। এর উপস্থাপনায় ছিলেন মৃত্তিকা সমদ্দার প্রমা, ক্যাম্পাস ডিরেক্টর, হাল্ট প্রাইজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

কর্মশালা শেষে অতিথিদের কাছে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন ক্যাম্পাস ডিরেক্টর।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড