• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মন্ত্রীর নির্দেশে তিতুমীরে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

  জিটিসি প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২১
তিতুমীর
তিতুমীর কলেজ (ছবি : দৈনিক অধিকার)

সুবর্ণজয়ন্তীর ছোঁয়ায় পুরো শহর ছেয়েছে ব্যানার ফেস্টুনে। কলেজে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশনের নির্দিষ্ট স্থানে প্রতিদিনই চোখে পড়ে সাবেক শিক্ষার্থীসহ বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। তাই বাড়ানো হয়েছে রেজিস্ট্রেশনের সময়কাল।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। সময় বর্ধিত করে চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী ও তিতুমীর কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সুবিধার্থে এ সময়সীমা বৃদ্ধি করার জন্য উদযাপন কমিটিকে নির্দেশ প্রদান করেন।

মন্ত্রী জানান, সুবর্ণজয়ন্তী উদযাপনের তারিখ ২৮ ডিসেম্বর বহাল থাকবে।

সাবেকদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্তমান শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

সরকারি তিতুমীর কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গেল ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় থাকলেও অংশগ্রহণকারীদের সুবিধা বিবেচনায় এনে সাতদিন সময় বাড়ানো হয়। এরপর এখন অনুষ্ঠানের আহ্বায়কের নির্দেশে ১৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়। এখন পর্যন্ত সর্বমোট প্রায় ২ হাজারের অধিক সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন। উদযাপন কমিটির নিয়ম অনুযায়ী আগের মতো রেজিস্ট্রেশন বুথ ও অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে এ ওয়েবসাইটে

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড