• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী আটক

  ঢাবি প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭
ঢাবি
আটক দুই শিক্ষার্থী (ছবি : সংগৃহীত)

ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাহিদুল ইসলাম ফাগুন এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের একই বর্ষের ছাত্র রবিন।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘জিজ্ঞাসাবাদ করার জন্য দুই জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে এবং বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সূত্র জানায়, শামস ও শুভ নামক দুই ব্যক্তি আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসেন। এ সময় তাদের মারধর করে রবিন, নাহিদসহ আরও কয়েকজন। মারধরের একপর্যায়ে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে বুথ থেকে টাকাও উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড