• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে ইবি উপাচার্যকে সংবর্ধনা

  ইবি প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩
ইবি
ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীকে যুক্তরাষ্ট্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) নিউইয়র্কের পালকি চাইনিজ রেস্টুরেন্টে ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ও আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম তুরস্ক হয়ে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে তাদের কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক আয়োজিত এ গুণীজন সংবর্ধনায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএস ইনকের সভাপতি মো. রবিউল ইসলাম। সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান সবুজ ও বর্তমান সাধারণ সম্পাদক মো. বিদ্যুৎ হোসেনের যৌথ পরিচালনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইবির আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. জহু ‍ুল ইসলাম। গুণীজন সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইউএস ইনক সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল হামিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সাবেক সভাপতি হাজী মো. সুজাউদ্দিন সেলিম, ঝিনাইদহ জেলা সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হাসানাত, এনওয়াই পিডি পুলিশের অফিসার কুষ্টিয়ার কৃতি সন্তান হাফিজুর রহমান হাফিজ। লক্ষ্মীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. কবির আলী, বিশিষ্ট সাংবাদিক মো. নেহার সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা সমিতির অতুল প্রসাদ রায়, ঝিনাইদ জেলা সোসাইটির সাবেক সহসভাপতি মো. কামরুল ইসলাম মৃদুল, যুগ্ম সম্পাদক মো. আলামিন হোসেন, সহসভাপতি মো. আমিনুল ইসলাম, মো. হামিদুল ইসলাম, মো. বশির আহমেদ, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবীব লিটন, মো. আশরাফুল ইসলাম, মো. জাহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মো. রঞ্জু আহমেদ, প্রচার সম্পাদক মো. তিতুমীর হোসেন, অর্থসম্পাদক মো. বশির উদ্দিন, মহিলা সম্পাদিকা বনি ফেরদৌস, সহমহিলা সম্পাদিকা সোনিয়া হক, সাংস্কৃতিক সম্পাদক মাফরুহা হক কাঁকন, মো. নিজামুল হক মিঠু, মো. হোসেন আলীসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী তার বক্তব্যে বলেন, ‘সকল মায়া ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীরা দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, আমি যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড