• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ক্ষুদ্র ঘটনা থেকেই গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন সম্ভব’

  বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৩
‘এডিটরস মিট’
‘এডিটরস মিট’ অনুষ্ঠানে কথা বলছেন রফিকুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

সংবাদ জগতে কাজ করার ক্ষেত্রে সবসময় লেগে থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যে কোনো জায়গা থেকে সংবাদ সংগ্রহের সক্ষমতা তৈরি করতে হবে। অনুসন্ধানের জন্য মানুষের সঙ্গে মিশে যাওয়ার মানসিকতা প্রয়োজন।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত ‘এডিটরস মিট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিল্কসিটি নিউজ ডট কমের সম্পাদক রফিকুল ইসলাম আরও বলেন, ‘খুতখুতে মন ও অনুসন্ধানী চোখ খোলা রেখে কাজ করতে হবে। ক্ষুদ্র ঘটনা থেকেই অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন করা সম্ভব। ফেসবুক এখন সংবাদের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখা দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সংবাদের তথ্য, ছবি এমনকি ভিডিও ফুটেজ ফেসবুক থেকে উঠে আসছে।’

শিক্ষার্থীদের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময়কালে রফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ সংগ্রহের স্বার্থে অনেক কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে হবে। কখনো সাংবাদিক পরিচয়ে আবার কখনো সাধারণের বেশে পথ চলতে হবে।’

বিভাগের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান।

প্রভাষক ছালমা জান্নাত ও রমজান আলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতি। বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড