• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রমবর্ধমান বাজার চাহিদায় দক্ষ জনশক্তির বিকল্প নেই

  সদর প্রতিনিধি, গাজীপুর

১২ ডিসেম্বর ২০১৯, ১৯:০৮
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অন-ক্যাম্পাস পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স’ বিভাগের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ।

পিজিডি ইন এলআইএস প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন।

অনুষ্ঠানে অতিথিগণ একমত পোষণ করে বলেন, ক্রমবর্ধমান বাজার চাহিদার সঙ্গে তাল মেলাতে দক্ষ জনশক্তি গড়ার কোনো বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

অনুষ্ঠানে ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ১২০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন ব্যাচের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ প্রোগ্রাম চালু হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড