• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে ভর্তি সম্পন্ন, আসন শূন্য ২৩৬

  বাকৃবি প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৯, ১৮:২৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (১০ ও ১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলে।

বাকৃবিতে ১ হাজার ১০৮ জনের মেধা তালিকা থেকে সর্বমোট ৮৭২ জন ভর্তি হয়েছে এবং ২৩৬টি আসন শূন্য রয়েছে। বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. ছাইফুল ইসলাম জানান, বাকৃবির ছয়টি অনুষদের মধ্যে ভেটেরিনারি অনুষদে ৩৫টি, কৃষি অনুষদের কৃষিতে ৫০টি, পশুপালন অনুষদে ৪৬টি, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে ৩৪টি এবং ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ২০টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ২৬টি ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ১৮টি এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির ফুড সেফটি ম্যানেজমেন্টে ৭টি আসন শূন্য রয়েছে।

অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিষয় ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফল আগামী শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড