• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ পালিত

  পিইউসি প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪০
‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯’ উদযাপন (ছবি : দৈনিক অধিকার)

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯’ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর হাজারী লেইনস্থ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স ২৪ ও ২৫তম ব্যাচের উদ্যোগে এ দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিশ্ব সভ্যতার সূচনা প্রায় দশ হাজার বছর আগে মেসোপটেমিয়ায়, এটাই আদিতম সভ্যতা। সভ্যতার বিকাশ হয়েছে প্রথমে মেসোপটেমিয়ায়, এরপর মিশর, চীন, ও উপমহাদেশ, এরপরে পারস্যে। বস্তুত সভ্যতার ইতিহাসই মানবাধিকার অর্জনের ইতিহাস, শ্রেণি সংগ্রামের ইতিহাস, স্বাধীনতা বিকাশের ইতিহাস।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে কালে কালে নানাভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে। প্রাচীন গ্রীক ও রোম সাম্রাজ্যে দাসপ্রথা, ইউরোপে ভূমিদাস প্রথা ও আমেরিকা-যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়। আমাদের দেশে পরাধীনতার মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী মানুষ তাদের যাবতীয় অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ১৭৫৭ সালে ইংরেজরা এদেশ ও এদেশের মানুষকে পরাধীন করে। তারপর তারা মাত্র তিন বছরের মধ্যে এদেশ থেকে তৎকালীন ৫০০ কোটি পাউন্ডের সম্পদ ইংল্যান্ডে পাচার করে। এটি ছিল ইংল্যান্ডের জন্য আদি পুঁজি। ১৭৬০ দশকে এই আদি পুঁজির মাধ্যমে ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়।’

ছবি

‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে দেয়ালিকা (ছবি : দৈনিক অধিকার)

তিনি ফরাসি বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, ‘১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি বিপ্লব সংঘটনের পরে ৪ আগস্ট সেখানে রাষ্ট্রীয়ভাবে ‘ডিক্লারেশন অব দ্য রাইটস অব ম্যান’ শীর্ষক ঘোষণায় বলা হয়, ‘সব মানুষই সমান’। বস্তুত মানবাধিকারের ক্ষেত্রে এটাই বড় কথা।’

আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী ও সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানবাধিকার কোর্সের শিক্ষক এবং বিভাগের প্রভাষক জাবেদ আরাফাত।

প্রসঙ্গত, আইন বিভাগের এলএলএমের শিক্ষার্থীরা মানবাধিকার দিবস উপলক্ষে কোর্স শিক্ষক জাবেদ আরাফাতের তত্ত্বাবধানে মানবাধিকারের বিভিন্ন দিক যথা, শ্রম অধিকার, শিশু অধিকার, নারী অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, আইনের সুরক্ষা পাওয়ার অধিকার, ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকার, শিক্ষার অধিকার, কর্মের অধিকার ইত্যাদি নিয়ে চমৎকার ৬টি আলাদা দেয়ালিকা প্রকাশ করে, যা ব্যক্তিকে অধিকার সচেতন করার জন্য অনন্য দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন দেয়ালিকাসমূহ ঘুরে দেখেন। এ সময় আইন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড