• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে নবীনদের ক্লাস ১৭ ডিসেম্বর

  গবি প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫
গবি
গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ছবি : সংগৃহীত)

আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অক্টোবর সেশনে ভর্তিকৃত প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অক্টোবর সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হবে। তবে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের নোটিশে উল্লেখকৃত দিনে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি শাখা থেকে পরিচয়পত্র সংগ্রহপূর্বক সাড়ে ৯ টায় স্ব-স্ব বিভাগে উপস্থিত হওয়ার জন্যও বলা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে জুন অবধি বিশ্ববিদ্যালয়ে চলমান বৈধ উপাচার্যের আন্দোলনের প্রভাবে এপ্রিল সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এক মাস পিছিয়ে অক্টোবরের পরিবর্তে নভেম্বরে অনুষ্ঠিত হয়। একই কারণে নবীন শিক্ষার্থীদের ক্লাস এক মাস পিছিয়ে শুরু হচ্ছে, তবে বর্তমান সেমিস্টার থেকেই তা সমন্বয় করা হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড