• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কর্মশালা সম্পন্ন

  ব্র্যাকইউ প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৯, ১১:০২
কর্মশালা
গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কর্মশালা (ছবি : সংগৃহীত)

আধুনিক যুগের শিল্পকলা চর্চায় একটি জনপ্রিয় মাধ্যম হলো ডিজিটাল আর্টের মাধ্যম। আর্ট জগতের একটি বড় অংশ জুড়ে রয়েছে এই ডিজিটাল আর্ট।

তরুণ প্রজন্মের এই ডিজিটাল আর্ট চর্চার চাহিদার কথা বিবেচনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আর্ট অ্যান্ড ফোটোগ্রাফি সোসাইটি গেল ৩ ডিসেম্বর (মঙ্গলবার) একটি ‘গ্রাফিক ডিজাইনিং’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছিল, যেখানে ‘বাঙালিশ অ্যাকাডেমি’ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাকিব মাহি এবং তার দল। তাদের সহায়তায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

ইভেন্টটি প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান আকর্ষণীয় এবং সহায়ক ছিল। কর্মশালায় শিক্ষার্থীরা শিখেছিল যে কীভাবে প্রতিটি নকশা প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত হয়, কীভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে তার মূল বিষয়গুলো, তাদের মধ্যকার সুক্ষ্ম পার্থক্যও যে রয়েছে তার সম্পর্কে জানা এবং বিভিন্ন সংস্থার জন্য লোগো এবং কার্ড তৈরির প্রয়োজনীয়তা। সবচেয়ে মজার অংশটি ছিল সবাই শিখেছে কীভাবে অপরিচিত বিষয়গুলো থেকে একটি সৃজনশীল পোস্টার তৈরি করা যায়।

উত্তেজনামূলক এই কর্মশালাটি উৎসাহের মাত্রা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যও জানার সুযোগ করে দিয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড