• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যবিপ্রবিতে গণিতের প্রয়োগ বিষয়ক সেমিনার

  যবিপ্রবি প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৯, ২১:১০
যবিপ্রবি
গণিতের প্রয়োগ বিষয়ক সেমিনারে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘নিউমেরিক্যাল সিমুলেশন অ্যান্ড ইটস অ্যাপলিকেশন টু আওয়ার ডেইলি লাইফ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে গাণিতিক বিশ্লেষণ প্রয়োগের মাধ্যমে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুম ‘রিসার্চ সেল’ এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘বিশ্বের সবকিছুর মূলে রয়েছে এনার্জি বা শক্তি। আর এ শক্তিসমূহ আবর্তিত হয় গাণিতিক সূত্র দ্বারা। আইনস্টাইনের থিওরি থেকে শুরু করে জীববিজ্ঞানের থিওরি সব জায়গায় গণিতের প্রয়োগ রয়েছে।’

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির জ্যেষ্ঠ প্রভাষক ড. সুভাষ চন্দ্র সাহা। তিনি তার প্রবন্ধে দেখান মানুষ স্বাভাবিক অবস্থা, হাঁটা এবং দৌড়ানোর সময় ভিন্ন ভিন্ন হারে বাতাস গ্রহণ করে। মানুষ বাড়িতে, রাস্তায় ও অফিসে অবস্থানের সময় ভিন্ন ভিন্ন হারে দূষিত বাতাস গ্রহণ করে। মানবদেহের ফুসফুসে এ বায়ু চলাচলের প্রভাব কেমন, দূষিত বায়ুর ফলে মানবদেহের কেমন ক্ষতি হয়, মানবদেহ প্রাকৃতিক উপায়ে কিভাবে দূষিত বায়ু উদগীরণ করে ইত্যাদি বিষয় গাণিতিক মডেলের মাধ্যমে তিনি বিশ্লেষণ করেন।

সেমিনারে তিনি মানবদেহে বায়ু চলাচল এবং ফুসফুসের সম্পর্কের ওপর গাণিতিক বিশ্লেষণ নিয়ে তার প্রকাশিত বিভিন্ন গবেষণাপত্র ও ফল তুলে ধরেন। একইসঙ্গে এ ক্ষেত্রে বিশ্বের খ্যাতিমান গবেষকদের বিভিন্ন গাণিতিক গবেষণা কর্মকাণ্ড বিশ্লেষণ করেন।

সেমিনারে আরও বক্তব্য দেন- যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ড. এমএ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট অব অ্যাডভানস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, স্বাগত বক্তব্য দেন রিসার্চ সেলের উপদেষ্টা ড. মঞ্জুরুল হক। এ ছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন- গণিত বিভাগের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক ড. ফরহাদ বুলবুল, সমীরণ মন্ডল, প্রভাষক নয়ন ঢালী, শারমিন বানু, আসিফ আরেফিন প্রমুখ। সেমিনার পরিচালনা করেন গণিত বিভাগের প্রভাষক দীপা রায়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড