• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসু নেতাদের কর্মকাণ্ডে রাষ্ট্রপতির অসন্তোষ

  ক্যাম্পাস ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ২১:০০
রাষ্ট্রপতি
বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাকর্মীদের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘ডাকসু নির্বাচনের পর শিক্ষার্থীরা আমার কাছে বিভিন্ন দাবি নিয়ে এসেছে। কিন্তু এগুলো ডাকসু নেতাদের বলা উচিত ছিলো। কিন্তু তারা এর মধ্যে নেই। তাদের (ডাকসু নেতা) ব্যাপারে এমন সব কথা শুনি যেগুলো আমার ভালো লাগে না।’

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫২তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

শিক্ষার্থীদের কল্যাণে ডাকসু নেতাদের কাজ করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, ‘এখন তাদের নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। এর বেশি কিছু বলে কাউকে হেয় প্রতিপন্ন করতে চাই না।’

আবদুল হামিদ বলেন, ‘ডাকসু নেতাদের এমন কিছু করা উচিত যাতে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ হয়।

ডাকসু নির্বাচনের সময় বিভিন্ন অসঙ্গতির অভিযোগের প্রতি ইঙ্গিত করে রাষ্ট্রপতি বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা সেটা করেছে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে নির্বাচনের সময় কিছু কথা ও অপ্রীতিকর ঘটনার ব্যাপারে শুনেছি। আমি আশা করব ভবিষ্যতে যখন আবার ডাকসু নির্বাচন হবে তখন যাতে করে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।’

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহিদুল্লাহ, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট, সিন্ডিকেট, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

সমাবর্তন বক্তা ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড