• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোভার স্কাউটের অঙ্গীকার, পরিবেশ রাখব পরিষ্কার

  ডিসি প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:১০
ঢাকা কলেজ
পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ঢাকা কলেজে প্রতিষ্ঠানটির রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘রোভার স্কাউটসের অঙ্গিকার, পরিবেশ রাখব পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রায় অর্ধশতাধিক রোভারদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে সচেতনতামূলক পথসভার মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ঢাকা কলেজে রোভার স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার আনোয়ার মাহমুদ।

ছবি

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভাররা (ছবি : সম্পাদিত)

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও এই কাজে অভ্যস্ত করার জন্য আমরা এই ধরনের আয়োজন করেছি। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের।’ আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পথসভা শেষে রোভার স্কাউটরা কলেজের প্রশাসনিক ভবনের আশেপাশের ময়লা আবর্জনা এবং ঝোপ জঙ্গল এবং শিক্ষক কোয়ার্টারের সামনের আগাছা পরিষ্কার করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ মোসাম্মৎ আয়েশা আক্তার, রোভার স্কাউট লিডার মামুনুর রশীদ, সিনিয়র রোভার মেট মো. রাজিব হোসেন, কেএম তারেক আজিজ সুমন, প্রশান্ত চৌহান, বেলাল হোসাইন পাটোয়ারী প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড