• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

উদ্বোধনের ১ বছরেও চালু হয়নি ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স

  আবু সাঈদ জনি, বেরোবি প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৭
বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উদ্বোধনেরে এক বছর পার হলেও চালু হয়নি রোকেয়া স্টাডিজ কোর্স। ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার থেকে এই কোর্সটি চালু হওয়ার কথা থাকলেও তা চালু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য ননক্রেডিট এবং বাধ্যতামূলক রোকেয়া স্টাডিজ কোর্সটি পরিচালনা হওয়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ্।

মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে রোকেয়ার জীবনদর্শন (রোকেয়া অধ্যয়ন) সংশ্লিষ্ট কোর্সটি উদ্বোধন করার পরও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের অনুপ্রেরণা। আমরা অনেকেই তার জীবনদর্শন সম্পর্কে বেশি কিছু জানি না। তার নামে কোর্সটি চালু হলে আমরা তার সম্পর্কে নিখুঁতভাবে জানতে পারব।’

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘রোকেয়ার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কম মনোযোগ থাকার কারণে রোকেয়া স্টাডিজ নামে একটি কোর্স চালু করার সিদ্ধান্ত হলেও আজ অবধি তা বাস্তবায়ন করা হয়নি। এ বিষয়ে প্রশাসনের যত্নবান হওয়া উচিত।’

এ ব্যাপারে কলা অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘আমি যতদূর জানি এটি ইমপ্লিমেন্টের পথে। এখনো ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু ইমপ্লিমেন্ট হবে। মোটামুটি অনেকগুলো প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এ বিষয়ে উপাচার্য ভালো বলতে পারবেন।’

প্রসঙ্গত, ২০১১ সালের ২২ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৫ম সভার সুপারশিক্রমে এবং সিন্ডিকেটের ১৭তম সভায় প্রতিটি বিভাগে রোকেয়া স্টাডিজ নামে একটি কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত বছর ২৩ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে সমাপনী বক্তব্যে রোকেয়া স্টাডিজ বিষয়ক কোর্স চালুর ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলমিউল্লাহ্।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড