• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নর্থ সাউথে টিউশন ফির নতুন নিয়ম, শিক্ষার্থীদের অসন্তোষ

  ক্যাম্পাস ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৫
নর্থ সাউথ
নর্থ সাউথ ইউনিভার্সিটি (ছবি : সম্পাদিত)

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্থ সাউথ স্প্রিং-২০২০’-এর নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ক্যালেন্ডারে টিউশন ফি ও কোর্স রেজিস্ট্রেশন নিয়ে বেশ কিছু নতুন নিয়ম সংযুক্ত ও পুরনো কিছু বিষয় পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয়টি।

ক্যালেন্ডারে নতুন সেমিস্টারের ক্লাস শুরুর দিনই সেমিস্টার ফি দেওয়ার শেষ দিন উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ক্লাস শুরুর আগেই সেমিস্টারের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে (ক্লাস শুরু ২০ জানুয়ারি এবং সেমিস্টার ফি দেওয়ার শেষ দিনও ২০ তারিখ)।

শিক্ষার্থীদের দাবি, এই পদ্ধতিতে ক্লাস শুরুর আগে একজন শিক্ষার্থী কোন শিক্ষকের কাছে কোর্স করছেন তা জানার সুযোগ নেই। বিগত সেমিস্টারগুলোতে ক্লাস শুরুর ২ থেকে ৫ দিন পর্যন্ত সেমিস্টার ফি দেওয়া এবং ক্ষেত্র বিশেষে ‘রি-অ্যাডভাইজ’ করার সুযোগ ছিল। ফলে শিক্ষার্থীরা চাইলে কোর্স ড্রপ কিংবা শাখা পরিবর্তন এর সুযোগ পেত।

তাদের দাবি, নতুন নিয়মে ক্লাস শুরুর আগেই কোর্স ড্রপের শেষ তারিখ দেওয়া হয়েছে। অর্থাৎ ২০ তারিখ ক্লাস শুরু হলে অ্যাডভাইজিং এবং রি-অ্যাডভাইজিংয়ের শেষ তারিখ ১৯ জানুয়ারি। সুতরাং শিক্ষার্থীদের জন্য এ ক্ষেত্রে কোনো সুযোগই রাখা হয়নি।

জানা যায়, ক্লাস শুরুর দিন থেকে কোর্স ড্রপে ৫০ শতাংশ টাকা কেটে রাখা হবে, যার শেষদিন ২৭ তারিখ। এর অর্থ একজন শিক্ষার্থী ক্লাস শুরুর পর মাত্র ৭ দিন পর্যন্ত ৫০ শতাংশ টাকা রিফান্ড পেতে পারে। ৭ দিন পর ড্রপে ১০০ শতাংশ টাকা কেটে রাখা হবে। ১০০ শতাংশ রিফান্ডে কোর্স ড্রপের কোনো সুযোগই আর রাখা হচ্ছে না। কোনো শিক্ষার্থী কোর্স ড্রপ করতে চাইলে ক্লাস শুরুর ৭ দিন (যে কোনো কোর্সে সর্বোচ্চ ২ টি ক্লাস) পর্যন্ত ৫০ শতাংশ রিফান্ডে ড্রপ দিতে পারবে, এরপর পুরো ১০০ শতাংশ টাকাই কেটে নেওয়া হবে।

এ ধরনের নিয়মকে অযৌক্তিক বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, এর মাধ্যমে আসলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাণিজ্যের দিকটি স্পষ্ট হয়ে উঠেছে। নতুন এই নিয়ম বাতিল না হলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের প্রতি এই অন্যায় নিয়ম চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পিইউএসএবি)। অবিলম্বে এই নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড