• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে ‘প্যাথলজি অ্যান্ড এভিয়ান ডিজিস’ শীর্ষক কর্মশালা

  বাকৃবি প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:২২
বাকৃবি
‘প্যাথলজি অ্যান্ড এভিয়ান ডিজিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্যাথলজি অ্যান্ড এভিয়ান ডিজিস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি গ্যালারিতে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশের পোল্ট্রি শিল্পে গুরুতর রোগের সংক্রমণ পদ্ধতি এবং রোগের কারণ নির্ণয় করে আক্রান্ত টিস্যুর ল্যাবরেটরিতে ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। ভেটেরিনারিতে রোগতত্ত্বের পূর্ব গবেষণা থেকে প্রাপ্ত ফল বিশ্লেষণ করে রোগ নিরাময়ের জন্য নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবেন।

প্যাথলজি বিভাগের প্রধান ড. মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। এছাড়াও ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন- প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. কোরি ব্রাউন এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পোল্ট্রি প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. কারমেন জেরী।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড