• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে বিজনেস মডেল প্রদর্শনী অনুষ্ঠিত

  বিজিসিটিইউবি প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
বিজনেস মডেল প্রদর্শনী (ছবি : দৈনিক অধিকার)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি (বিজিসিটিইউবি) বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিবিএ তে অধ্যয়নরত ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের এন্টারপ্রিউনারশিপ ডেভেলপমেন্টের অংশ হিসেবে এক বিজনেস মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সহকারী অধ্যাপক সৈয়দা সানজিদা শওকতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী। এতে আরও উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রনজিত কুমার দে, রেজিস্ট্রার এ. এফ. এম আকতারুজ্জামান কায়সার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এম.বি.এ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. কামাল উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দিন শাহরিয়ার, সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়া।

উদ্বোধন কালে উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, ‘বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের চাকরি নির্ভর না হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারও নতুন উদ্যোক্তাদের বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে। আজকের এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা যে মডেলগুলো প্রদর্শন করেছে এর মধ্যে এমন কিছু প্রজেক্ট আছে, যা শুধু নিজেকে প্রতিষ্ঠিত করবে তা নয় দেশকেও অর্থনৈতিকভাবে এগিয়ে নিবে। তাই শুধু মডেল তৈরি করলে হবে না তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আর নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারলেই তবে বাংলাদেশ শিক্ষিত বেকারের যে সমস্যা রয়েছে তা অচিরেই দূর হবে বলে আমি মনে করি।’

৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওই মডেল প্রদর্শনীতে শিক্ষার্থীরা ১৭টি প্রজেক্ট প্রদর্শন করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড