• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসু ভিপি নুরুল হক নুর

‘প্রশ্ন তোলার আগেই পদত্যাগ করবো’

  ঢাবি প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৬
নুর
ডাকসু ভিপি নুরুল হক নুর (ছবি : সংগৃহীত)

ছাত্রলীগের কথায় ডাকসু ভিপি পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘সংবাদ মাধ্যম কিংবা অন্য কোনো সংস্থা যদি প্রমাণ করতে পারে ডাকসু ভিপি সামান্যতম অনৈতিক কর্মকাণ্ড ঘটিয়েছে তাহলে তাদের প্রশ্ন তোলার আগেই আমি পদত্যাগ করবো।’

রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটায় ছাত্রলীগের ডাকসু সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শেষে ডাকসু ভবনের সামনে আরেকটি সংবাদ সম্মেলনে একথা বলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

নূর বলেন, ‘ছাত্রলীগ ডাকসুকে ডাকসু লীগ বানাতে চায়। তারা এখনো পর্যন্ত ডাকসুর আয়োজনে ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের বাইরে অন্য কোনো নাগরিককে দাওয়াত করেনি। এ ছাড়া ছাত্রলীগ ডাকসুর মাধ্যমে তাঁদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগ চেয়েছে ডাকসুতে নির্বাচিত ছাত্রলীগের ২৩ নেতা। রবিবার দুপুর ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গোলাম রাব্বানী বলেন, ‘নুরুল হক নুরের নৈতিক স্খলন হয়েছে। সেজন্য তার ডাকসু থেকে পদত্যাগ করা উচিত। ডাকসুতে নির্বাচিত ২৫ জনের ২৩ জন তার পদত্যাগ দাবি করছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড