• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে ভর্তি জালিয়াতি চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

  বেরোবি প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৬
মানববন্ধন
বেরোবিতে অনুষ্ঠিত মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘বি’ ইউনিটের ভর্তিতে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন, যথাযথ তদন্তপূর্বক জড়িতদের শাস্তি নিশ্চিতকরণ এবং তদন্ত না হওয়া পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে সচেতন শিক্ষকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘দুর্নীতিতে ছেয়ে গেছে এই ক্যাম্পাস। উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ যদি এসব দুর্নীতি বন্ধ না করেন তাহলে কঠোর আন্দোলনের ডাক দেব। তিনি এত ক্ষমতাশীল হননি যে, যা খুশি তাই করবেন আর আমরা চুপ থাকব। ‘বি’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে অতিসত্তর জালিয়াতি চক্রকে ধরতে হবে।’

উপাচার্যকে স্বৈরাচার আখ্যা দিয়ে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আমি এরশাদকে দেখিনি, তবে এমন একজন স্বৈরাচারকে দেখেছি। তিনি কিনা ঢাকায় লিয়াজো কার্যালয়ের নামে ক্যাসিনো বাণিজ্য শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুক্ত কন্ঠকে জিম্মি করে নিজের স্বার্থ হাসিল করছেন।’

এছাড়া আসাদ মণ্ডল তার বক্তব্যে বলেন, ‘এই ‘বি’ ইউনিটের প্রশ্ন প্রণয়নসহ সবধরনের প্রক্রিয়া খুব গোপনে করা হয়েছিল। যা নিয়মের বাইরে। কারা কারা ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট থাকবেন তা আগে থেকেই প্রকাশ করার নিয়ম থাকলেও এবার কেন এত গোপনীয়তা? তাই এসবের কেন্দ্রীয় তদন্ত অতি জরুরি।’

বিশ্ববিদ্যালয় নীলদলের সেক্রেটারি আসাদ মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মাঝহারুল আনোয়ার, সেক্রেটারি খায়রুল কবীর সুমন, সাবেক সভাপতি তুহিন ওয়াদুদ, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান, নীলদলের সভাপতি নিতাই কুমার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, সেক্রেটারি মশিউর রহমান, সাংবাদিকতা বিভাগের প্রধান তাসনীম হুমায়দা প্রমুখ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড