• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

  ঢাকা কলেজ প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০১৯, ২৩:২৯
মশাল মিছিল
খালেদার মুক্তির দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের মশাল মিছিল (ছবি : দৈনিক অধিকার)

দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর এলিফ্যান্ট রোডে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এই ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে শুরু হয়ে সাইন্সল্যাব মোড়ে এসে শেষ হয়। মশাল মিছিলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, ইব্রাহিম কার্দি, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, এমদাদুল হক রয়েল, হায়াত মাহমুদ জুয়েল, আব্দুল আহাদ ভুইয়া, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, তালহা জুবায়ের, মোঃ সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, রায়হান খান, সহ সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, শোয়েবুর রহমান শোয়েব, বিপ্লব পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খন্দকার, হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, মোঃ জুয়েল, সহ দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সহ প্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহ আইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহ ক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, শিক্ষা সম্পাদক এবি সিদ্দিক সহ সম্পাদক শরিফুল ইসলাম, মোঃ শুভ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, ‘খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে বন্দী রাখার মাধ্যমে একচেটিয়া শাসন কায়েম করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তা মেনে নেবে না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি প্রদান করতে হবে এবং সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নইলে রাজপথে ছাত্রদল উপযুক্ত জবাব দিবে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড