• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে অনুষ্ঠিতব্য হাল্ট প্রাইজে বিজয়ী দল পাবে ৮ কোটি টাকা

  জাবি প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৯, ১২:০৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বখ্যাত সামাজিক সমস্যা সমাধানমূলক (সোশ্যাল কেস কম্পিটিশন) আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’।

এ বছরের প্রতিযোগিতার চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে- ‘পরিবেশবান্ধব ব্যবসায় উদ্যোগ’ যা আগামী এক দশকের মধ্যে দশ হাজার ভোক্তার কাছে পৌঁছাবে। প্রতিযোগিতার প্রথম রাউন্ড হিসেবে অনলাইনে রেজিস্ট্রেশন ও আইডিয়া জমা নেওয়া শুরু হয়েছে।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল নিউইয়র্ক, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর অথবা বিশ্বের ১৬টি শহরে অনুষ্ঠিত রিজিওনাল ফাইনালের পছন্দমতো যে কোনো একটিতে অংশগ্রহণ করবে। এরপর রিজিওনাল ফাইনাল জিতলে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত গ্লোবাল ফাইনালে অংশ নিতে পারবে। গ্লোবাল ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা)।

প্রতিযোগিতায় অংশ নিতে হলে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হাল্ট প্রাইজের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইডিয়া জমা দিতে হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড