• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘদিন পর জাবির হল খুলছে কাল

  জাবি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৪
জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। তবে আগামী ৮ ডিসেম্বর থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে সিন্ডিকেটের সদস্য আনোয়ার হোসেন জানান, ‘সিন্ডিকেটে কাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৮ ডিসেম্বর থেকে সকল বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু করা হবে। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বৈঠকে ১১ জন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।’

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে ওইদিন সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই জনশূন্য হয়ে পড়ে জাবি ক্যাম্পাস।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড