• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে তিতুমীরে বইমেলা

  জিটিসি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:০০
তিতুমীর
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বইমেলা (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শ্রাবণ প্রকাশনীর উদ্যোগে এবং মন্ত্রীপরিষদের অনুমোদনক্রমে এক দিনের বইমেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সম্মুখে এ ভ্রাম্যমাণ বইমেলার স্টল বসে। শুরুর দিকে কিছুটা কম শিক্ষার্থীর আনাগোনা থাকলেও পরবর্তী সময়ে চোখে পড়ে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়।

বই হাতে ছুয়ে পরখ করে দেখছিলেন কয়েকজন শিক্ষার্থী। তারা দৈনিক অধিকার প্রতিনিধিকে জানান, ‘রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ এরিয়াতে আমাদের কলেজটির অবস্থান। সেই অনুপাতে তেমন বইমেলা কিংবা বই পড়ুয়াদের আসর চোখে মেলা ভার। এমন মেলা অনেক বেশি হোক কলেজ ক্যাস্পাসে এটা কাম্য।’

প্রসঙ্গত, আগামী বছর ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পালিত হবে মুজিববর্ষ। যাকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন করতে শুরু করেছে বাংলাদেশ সরকার। তারই অংশ হিসেবে শ্রাবণ প্রকাশনীর উদ্যোগে এবং মন্ত্রীপরিষদের অনুমোদনক্রমে আগামী ২০ মাসব্যাপী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে ভ্রাম্যমাণ বইমেলা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড