• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসু ভিপিকে বহিষ্কারের আহ্বান জানালেন ঢাবি অধ্যাপক

  ঢাবি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯
ঢাবি
অধ্যাপক মোজাম্মেল হক ও ডাকসু ভিপি নুরুল হক নুর (ছবি : সংগৃহীত)

ফোনালাপ ফাঁস হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে বহিষ্কারের জন্য ঢাবি উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।

অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, ‘মিস্টার নুর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। তাকে প্রতিরোধ করা হবে। তাকে গ্রেফতার করা না হলে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন চালানো হবে।’

এ সময় তিনি ডাকসু অফিসের সামনে মানববন্ধন ও নূরের কুশপুতুল দাহ করা হবে বলেও জানান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির কাছে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। এ সময় তিনি ১৩ কোটি টাকা লেনদেন নিয়ে কথা বলেন। যদিও পরে লাইভে এসে নুরুল হক নুর জানান যে তার ফোনালাপকে আংশিকভাবে প্রচার করা হয়েছে যা সাংবাদিকতার নীতিবিরোধী।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড