• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতীক ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে শিক্ষক সমিতির নিন্দা

  শাবিপ্রবি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৯
শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের মৃত্যুর বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জিইবি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাইফুর রহমান প্রতীকের মৃত্যুতে শাবিপ্রবি শিক্ষক সমিতি গভীবভাবে শোকাহত। শাবিপ্রবি শিক্ষক সমিতি মনে করে প্রতীকের মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকালে চলে যাওয়া খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, অতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে বিভিন্ন অসংঙ্গতিপূর্ণ রিপোর্ট ও বক্তব্য প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে শাবিপ্রবি শিক্ষক সমিতি মনে করে একটি তদন্ত ও পুনঃতদন্তাধীন স্পর্শকাতর বিষয়ে জিইবি বিভাগের সহকর্মী ও শাবিপ্রবিকে জড়িয়ে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পূর্ণরূপে অনভিপ্রেত। তদন্তাধীন বিষয়ে এ ধরনের অসংঙ্গতিপূর্ণ সংবাদ ও বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের বিরুদ্ধে শাবিপ্রবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে এ ধরনের মর্মান্তিক অপমৃত্যুর প্রকৃত তথ্য উদঘাটনপূর্বক প্রকৃত ও সত্য তথ্য সবার সামনে তুলে ধরে রাষ্ট্রীয় আইনে যথোপযুক্ত বিচারের জোর দাবি জানান শিক্ষক নেতারা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড