• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে পথনাটক ‘শেফালীর মা’ প্রদর্শিত

  ইবি প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:১৯
শেফালীর মা
পথনাটক ‘শেফালীর মা’ (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তরুণ নাট্যকার শাহরিয়ার সোহাগ রচিত পথনাটক ‘শেফালীর মা’ প্রদর্শিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের ডায়ানা চত্বরে মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত পথনাটকটি বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) প্রযোজনায় পরিচালিত করা হয়েছে।

নিশাত উর্মির নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শারমিন সুমি, কুলসুম, অনি আতিকুর রহমান, পিয়াস, মুঈদ, লাবণ্য, জয়, মোসাদ্দেক, সুজন, বিন্দু, রিফাত প্রমুখ।

নাটকটিতে মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল-বদরদের বর্বরতা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশেও তাদের দৌরাত্ম উঠে আসে। একইসঙ্গে মুক্তিযুদ্ধে অংগ্রহণকারী বীরাঙ্গনাদের করুণ আর্তিও তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটক মঞ্চায়নকালে এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের অর্থ সম্পাদক অনি আতিকুর রহমান।

এ সময় উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা ও আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, থিয়েটারের সাধারণ সম্পাদক আশিক বনি ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড