• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ১ম দিনেই আটক ১

  হাবিপ্রবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫
হাবিপ্রবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ১ম দিনে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ড. এম এ ওয়াজেদ আলী ভবনের ৪০৩ নম্বর কক্ষ থেকে জালিয়াতির অভিযোগে ওই ছাত্রকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩য় শিফটের পরীক্ষায় তাকে আটক করা হয়। আটককৃত পরীক্ষার্থী হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার হাবিবুর রহমানের ছেলে মাহামুদুল হাসান শাকিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জানান, ‘শাকিল নামের ঐ পরীক্ষার্থীকে পুলিশের সহায়তায় আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়টি স্বীকার করেছে। ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে নিয়মিত মামলার পরামর্শ দিয়েছেন। সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের করা হবে।’

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (ভ্রাম্যমান আদালত) মো. শরিফুল ইসলাম জানান, ‘আপাতত ঐ শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড