• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রন্থাগারের সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন শাবি উপাচার্য

  শাবিপ্রবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ২০:০৫
শাবিপ্রবি
কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করছেন শাবিপ্রবি উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে গ্রন্থাগারের বর্তমান অবস্থা ও সার্বিক খোজ খবর নিতে সেখানে যান উপাচার্য। এ সময় উপাচার্য সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে গ্রন্থাগারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।

পরিদর্শন কালে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হবে। আমরা আশা রাখি ভবন নির্মাণ হয়ে গেলে লাইব্রেরি সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘লাইব্রেরির বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে আমরা কাজ করছি। এছাড়া রিডিং রুমগুলোতে পড়াশোনার পরিবেশ তৈরি ও লাইব্রেরিতে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর জন্য চেষ্টা করছি।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান ও ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান জিল্লুন নাহার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড