• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে কৃত্রিম প্রজনন প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান

  সিকৃবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫
সনদ বিতরণ অনুষ্ঠান
সনদ বিতরণ অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২ মাসব্যাপী কৃত্রিম প্রজনন প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ ভবনের গ্যালারিতে এই সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোহন মিয়ার সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো. নাজমুল হকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম ডা. মো. ইমামুল হক, অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন—মো. ইকবাল হোসেন এবং প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত। এ সময় বক্তারা দেশব্যাপী কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপ্রাণীর জাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২ মাসব্যাপী এই প্রশিক্ষণে দেশের ২৪টি জেলার প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। সিকৃবির কৌলিবিজ্ঞান ও প্রাণিপ্রজনন বিভাগের সহযোগিতায় এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সৌজন্যে এ পর্যন্ত ২০টি ব্যাচের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড