• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের বিদায় অনুষ্ঠান

  ইবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৫
বিদায় অনুষ্ঠান
ইবিতে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ১৪০ নম্বর কক্ষে বিভাগের ১৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য যে জ্ঞান তোমরা অর্জন করেছ শুধু সে জ্ঞান দিয়ে এখন আর চলবে না। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে আরও লেখাপড়া এবং যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমাদের শেখার আছে। বর্তমান প্রশাসনের সুদক্ষ নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় এমন এক জায়গায় উপনীত হয়েছে যে, আজ আমাদের যেসব শিক্ষার্থী বেরিয়ে যাচ্ছে তারা দেশ এবং বিদেশে অনেক ভালো করছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তোমরা একদিন উজ্জ্বল তারকার মতো জ্বলবে এবং তখন আমাদের সম্মান আরও অনেকগুণে বেড়ে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা উন্নত জীবনবোধ, একাগ্রতা এবং দৃঢ় মনোবল নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় ও পরিবারের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের দিকটি তোমাদের ভুলে গেলে চলবে না।’

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, অধ্যাপক ড. মো. মিনহাজউল হক, ইমদাদুল হক ফিরোজ, নীলুফার ইয়াসমীন লিজা প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. ভূপেশ চন্দ্র রায়, অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ, নুসরাত তন্দ্রা এবং ঋদ্ধি। সবশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড