• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

  শাবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬
শাবিপ্রবি
কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে পরিচালিত ‘শাহজালাল ইউনিভার্সিটি স্কুল’ আয়োজিত সিলেটের ১৩টি সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘স্কুলের সার্বিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। ইতোমধ্যে স্কুলের জন্য ৪ তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি গুণগত মানসম্পন্ন শিক্ষার্থী তৈরি করতে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের পিপাসা বৃদ্ধি করবে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অধ্যাপক আতাউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড মিনারেল সায়েন্সেস ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, ইন্ডাস্টিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জি. সৈয়দ মিছবাহ উদ্দিন, ইঞ্জি. রবিউল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউনিভার্সিটি স্কুলের সিনিয়র শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

প্রসঙ্গত, সিলেট শহরের মোট ১৩টি স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড