• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শ্যামলের প্রয়াণ

  চুয়েট প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০১৯, ২২:৩১
অধ্যাপক ড. শ্যামল
প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক ড. শ্যামল (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস (৭৪) আর নেই।

রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায় সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন যাবত পারকিনসন রোগে ভুগছিলেন। সপ্তাহ দুয়েক আগে তিনি হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হন।

তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, একাধিক নাতি-নাতনি এবং দেশ-বিদেশে হাজার হাজার শিক্ষার্থীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত দুই মেয়াদে চুয়েটের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের প্রকৌশল ও কারিগরি শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মৃত্যুতে চুয়েট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ দিকে অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের স্মরণে আগামীকাল সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থেকে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড