• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিঁড়িতেই ক্লাস নিলেন ঢাবি শিক্ষক

  ঢাবি প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০১৯, ১৬:২১
সিঁড়িতেই ক্লাস
ঢাবির সিঁড়িতেই চলছে ক্লাস (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান অনুষদের সিঁড়িতেই ক্লাস করিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুশাদ ফরিদী।

রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ভবনের সিঁড়িতে তিনি ক্লাস নেন। দুপুর ১২টায় শুরু হয়ে ক্লাস শেষ হয় দুপুর দেড়টায়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পঞ্চাশের অধিক শিক্ষার্থী অংশ নেন।

ক্লাস নেওয়ার বিষয়ে রুশাদ ফরিদী বলেন, ‘ক্লাস নেওয়ার প্রস্তাব আসলে আমার ছাত্রদের পক্ষ থেকে এসেছে। আমাকে ক্লাস নিতে দেওয়া হচ্ছে না যার কারণে আমাকে সিঁড়িতেই ক্লাস নিতে হলো। ছাত্ররা অনেক উপভোগ করেছে। তারা যদি চায় তাহলে ক্লাস নেওয়ার এ ধারা অব্যাহত থাকবে। তবে সপ্তাহে কতদিন তা এখনো ঠিক করা হয়নি। ক্লাসের বিষয়ে ফেসবুকে ইভেন্ট খুলে জানিয়ে দেওয়া হবে।’

চেয়ারম্যান কক্ষের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ক্লাস নেওয়ার পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। যতদিন আমাকে ক্লাসে যেতে দেওয়া হবে না ততদিন এই প্রতিবাদ অব্যাহত থাকবে।’

এ ব্যাপারে কিছু শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, ‘রুশাদ ফরিদী স্যারের ক্লাস করতে পেরে তাদের অনেক ভালো লেগেছে। তিনি খুব সুন্দর করে ক্লাস নিতে পারেন। স্যারকে খুব দ্রুত শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়া উচিত।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুশাদ ফরিদীকে বিশ্ববিদ্যালয় থেকে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়েছিল, যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শ্রেণিকক্ষে যেতে দিচ্ছেন না। এই জন্যে তিনি বেশ কয়েকদিন ধরে বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড