• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অপরাধ সাংবাদিকতার গল্প-আড্ডা

  বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৫ নভেম্বর ২০১৯, ২২:০২
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
জেসিএমএস রিপোর্টার্স টক অনুষ্ঠানের অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার্থীদের অপরাধ সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দেয়ার লক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জেসিএমএস রিপোর্টার্স টক’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মাছরাঙা টেলিভিশনের অপরাধ সাংবাদিক সরদার মাহমুদ সোহেল।

কর্মজীবনের অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে অপরাধ সাংবাদিকতার প্রস্তুতি ও চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘সাংবাদিকতায় আসতে হলে মন থেকেই আসতে হবে। অপরাধ সাংবাদিকতায় নানা দিক থেকে বাধা আসতে পারে। এজন্য চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসিকতার প্রয়োজন।’

আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এর আগে বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান স্বাগত বক্তব্য দেন। প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- বিভাগের প্রভাষক ছালমা জান্নাত ঊর্মি, রমজান আলী। এছাড়াও বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড