• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিয়াজ ইরফানের ৩য় মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের স্মরণসভা

  চবি প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ১৬:২৮
স্মরণসভা
চবিতে অনুষ্ঠিত স্মরণসভা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সাবেক সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে দিয়াজ ইরফানের হত্যাকারীদের শাস্তির দাবি জানান তার অনুসারী নেতাকর্মীরা।

স্মরণসভায় সমাপনী বক্তব্যে শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেল বলেন, ‘চবি একসময় জামাত শিবিরের আখড়া ছিল। তাদের সরিয়ে ছাত্রলীগ অবস্থান নিতে সক্ষম হয়। এতে নেতৃত্ব দেন দিয়াজ ইরফান চৌধুরী। মেধাবী এই ছাত্রনেতার এমন ন্যক্কারজনক মৃত্যুর ধিক্কার জানাচ্ছি আমরা। এর রহস্য উন্মোচন করে দোষীদের শাস্তি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিকে হত্যা করা যায়, কিন্তু আদর্শ হত্যা করা যায় না। দিয়াজ ইরফান চৌধুরীও আমাদের মাঝে বেঁচে আছেন।’

সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আবু বকর তোহা বলেন, ‘এটা একটা পরিকল্পিত হত্যা। যারা এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে সক্রিয় তারাই আসলে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আমরা চাই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন হবে, আসামিরা চিহ্নিত হবে, তাদের শাস্তি হবে।’

শাখা ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান বিজয়ের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মারজান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সহ সভাপতি মো. শামীম, সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল সুমন, সাবেক উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অপূর্ব নন্দী টিটু, সাবেক সহ সম্পাদক আবু হেনা মাসুম কামাল, আবির, মাসুদ প্রমুখ।

এ সময় ছাত্রলীগ নেতা রিয়াদ, কামরুল, তাকিন, তৌহিদ, সুফিয়ান, সাজিদ, দীপ্ত, আবির, ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাঈমা, শারমিন, প্রিয়াংকা, সুস্মিতাসহ চবি ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ২০ নভেম্বর নিজ বাসায় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে দিয়াজের পরিবার ও তার অনুসারী নেতাকর্মীরা। তবে এতদিনেও কোনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কর্মকর্তারা।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড