• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৫১ শতাংশ

  বুটেক্স প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ২৩:০১
বুটেক্স
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০১৯-২০ শিক্ষাবর্ষের অধীনে সম্মান ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী এ বছর ৫১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বুটেক্সের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ১৪৯.৫ নম্বর পেয়ে সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেন মো. শিপন হোসাইন (রোল ১৮১৭৯)। এছাড়া ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে আমিরুল ইসলাম আলিফ (১৭৫৩৮) এবং মেহেদী হাসান (১১৯৬০)।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৮ হাজার ৩০২ জন পরীক্ষার্থী আবেদন করে। ১৫ নভেম্বরের পরীক্ষায় সারাদেশ থেকে ৫ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ হাজার ১০ জনের নাম প্রকাশ করে।

ভর্তি কিংবা পছন্দক্রম কবে থেকে দেয়া যাবে এমন প্রশ্নের জবাবে বুটেক্সের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হক বলেন, ‘এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয় নি। তবে অতি দ্রুত এ ব্যাপারে তথ্য জানানো হবে।’

এছাড়াও ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড