• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাতুন্নবী (স.) উপলক্ষে মানারাতে সেমিনার অনুষ্ঠিত

  এমআইইউ প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ২২:৫৫
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সিরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত সেমিনার (ছবি : সংগৃহীত)

রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) সিরাতুন্নবী (স.) উপলক্ষে ‘মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ : প্রফেট মুহাম্মদ (স.) অ্যাজ এ মডেল’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য হাফিজুল ইসলাম মিয়া। সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি) এ সেমিনারের আয়োজন করে।

রেজিস্ট্রার মনিরুল ইসলামের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. চৌধুরী মাহমুদ হাসান এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মীর মনজুর মাহমুদ।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আবদুস সামাদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক ও কন্ট্রোলার অব এক্সামিনেশন্স এ এইচ এম আবু সায়ীদ, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক আবু আইয়ুব মো. ইব্রাহিম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম, মো. নুরুল হুদ রাজিব, আশিকুন্নবী প্রমুখ।

সেমিনারের প্রধান অতিথি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (স.)-এর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। সেমিনার শেষে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড