• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে যৌন নিপীড়নের বিচার চেয়ে আবারও মানববন্ধন

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ১৮:৩৩
মানববন্ধন
বশেমুরবিপ্রবিতে অনুষ্ঠিত মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সম্প্রতি বিদেশি ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবিরের শাস্তির দাবিতে আবারও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উক্ত মানববন্ধনের আয়োজন করে কৃষিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় তাদের বিভিন্ন প্রতিবাদী প্লেকার্ড হাতে নিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইয়ামিন হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘আমরা সুমি সিং কর্তৃক কল রেকর্ডিংসহ কিছু প্রমাণ পেয়েছি, যা হুমায়ুন কবির স্যারের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করে। তাই আমরা চাই উক্ত ঘটনায় হুমায়ুন কবির স্যার তার জড়িত থাকার বিষয়টি নিয়ে প্রশাসনের নিকট একটি লিখিত জবাব প্রদান করুন এবং তিনি যদি জড়িত হন তবে তার শাস্তির দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৫ নভেম্বরের মধ্যে যদি আমরা উক্ত ঘটনার বিচারের কোনো অগ্রগতি না পাই তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

কৃষিবিজ্ঞান বিভাগের আরেক নেপালি শিক্ষার্থী পুনম যাদব জানান, ‘সুমি সিংয়ের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করতে হবে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরবর্তীকালে কোনো বিদেশি শিক্ষার্থী এবং কোনো শিক্ষার্থীদের যেন এহেন যৌন হয়রানির শিকার না হতে হয় সেজন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক সমাজ জাতির পথপ্রদর্শক। তাদের উচিত দেশ কালের সীমা ছাড়িয়ে শিক্ষাকতার মহত্ত্বকে উজ্জীবিত করা। এহেন ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমাদের অভিভাবকরাও দুঃচিন্তা করছেন।’

এ বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এবং আগামীকাল তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান।

তিনি বলেন, ‘অপরাধীর কোনো পরিচয় নেই। সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে এবং উপযুক্ত বিচার করা হবে। এ ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না।’

প্রসঙ্গত, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পরই সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় অভিযুক্ত প্রভাষক হুমায়ুন কবিরকে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড